বঙ্গোপসাগরের উপর থেকে অতি গভীর নিম্নচাপ সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে সেই নিম্নচাপ। স্বভাবতই পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা করে হচ্ছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।

আরও পড়ুনঃবিদেশের মাটিতে চুটিয়ে প্রেম করছেন হৃতিক! নিজেই পোস্ট করলেন প্রেমিকার ছবি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে এই মুহূর্তে রাঁচী থেকে ১০০ কিলোমিটার পূর্বে পুরুলিয়ার উপর অবস্থান করছে। ক্রমে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিমে এগোবে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যেতে যেতে আগামী ১২ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিক্ষয় করবে। এর ফলে পুরুলিয়ার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও দুর্বল হবে। এর অভিমুখ হবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং গরম আরও বাড়বে।দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

কলকাতায় আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।












































































































































