মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত নূর GST-র গুপ্তচর হিসেবে কাজ করত! পুলিশের হাতে বি.স্ফোরক তথ্য

0
3

গত ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানের দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল নূর আমিনকে (Noor Amin)। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরল পুলিশ। পুলিশ এদিন আদালতে জানিয়েছে, তদন্ত করে জানা গিয়েছে নূর মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার আগে কলকাতার জিএসটি দফতরের (GST) ডিজির সঙ্গে বৈঠক করেছিলেন। আর এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। নূরকে কেন পাঠানো হল? কে বা কারা তাঁকে পাঠাল তা নিয়েও উঠছে প্রশ্ন।

তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, নূর কলকাতার জিএসটি দফতরের গুপ্তচর হিসেবে কাজ করত। তার মূলত কাজ ছিল, শহরের প্রভাবশালী শিল্পপতি ও ব্যবসায়ীরা কোথায়, কবে জিএসটি ফাঁকি দিচ্ছেন, তার তথ্য তৈরি করে জিএসটি আধিকারিকদের দেওয়া। অভিযোগ, নূরের কাছ থেকে সেই তথ্য পেয়ে শহর কলকাতা-সহ বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালায় জিএসটি দফতর। নূরের দেওয়া তথ্য তালিকার উপর ভিত্তি করে জিএসটি দফতর এক কোটি টাকা বাজেয়াপ্ত করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে। তদন্তে আরও জানা গিয়েছে, পুরস্কারস্বরূপ নূরকে জিএসটি-র তরফ থেকে দেওয়া হয়েছিল ১৮ লক্ষ টাকা।

ইতিমধ্যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) গোয়েন্দারা এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন, সেই সময় কলকাতার জিএসটি দফতরে যাঁরা ডিজি পদে ছিলেন সেই সব ব্যক্তি বর্তমানে দক্ষিণ ভারতের চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় কর্মরত। ফলে তাঁদের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেকারণেই চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।