বোরখা পরা ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা, বিক্ষোভে উত্তাল মুম্বইয়ের এক কলেজ

0
1

বোরখা(Burkha) পরে আসা ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ের(Mumbai ) এক কলেজের বিরুদ্ধে। অভিযোগ, বোরখা এবং হিজাব পরা পড়ুয়ারা বুধবার সকালে কলেজে ঢোকার সময় গেটেই তাদের আটকে দেওয়া হয়। এই ঘটনায় উত্তল হয়ে ওঠে পরিস্থিতি। পড়ুয়াদের তরফে অভিযোগ করা হয় ধর্মীয় কারণেই এই কাণ্ড ঘটিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চেম্বুরে অবস্থিত এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজের এই ঘটনায় কলেজের গেটের সামনেই প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকালে কলেজ খোলার পর বাকিদের কলেজে ঢুকতে দেওয়া হলেও বোরখা ও হিজাব পরা পড়ুয়াদের আটকে দেওয়া হয় গেটেই। এখানে ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ার। তাঁদের অনেকের অভিভাবকও চলে আসেন। সবাই মিলে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই প্রতিবাদের ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়। দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।

এই ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কলেজে পোশাক বিধি শুরু হয়েছে। সব পড়ুয়া এবং অভিভাবকদেরই জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে, তার বাইরে কিছু পরা যাবে না। সেই নিয়ম অমান্য করায় গেটে আটকানো হয়েছে কিছু ছাত্রীকে। নিরাপত্তাকর্মী এতে কোনও অন্যায় করেননি বলেই দাবি কলেজের প্রিন্সিপাল বিদ্যা গৌরী লেলের।
প্রিন্সিপাল বলেন, “গত ১ মে বৈঠকে অভিভাবকদের নতুন পোশাক বিধির কথা জানানো হয়েছিল। যে বোরখা, হিজাব, স্কার্ফ নিষিদ্ধ বলে স্পষ্ট বলা হয়। সেই বৈঠকে সকলেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তবুও এখন গন্ডগোল করছেন অনেকে। যদি কোনও ছাত্রী নিয়ম মানতে না চান, তবে এই কলেজ ছাড়তে পারেন।”

তবে কলেজ কর্তৃপক্ষের এখানে আচরণ ধর্মীয় ভাবে আঘাত বলে অভিযোগ তোলেন ছাত্রী ও তাদের অভিভাবকরা। রীতিমতো টালমাটাল পরিস্থিতির পর এই ঘটনায় কিছুটা সুর নরম করে কলেজ কর্তৃপক্ষ জানানো হয়, ধর্মীয় ভাবাবেগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বোরখা-হিজাব-স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে। তবে ক্লাস করা যাবে না ওই পোশাকে। ক্লাসে ঢোকার আগে ওইসব পোশাক শৌচালয়ে খুলে রেখে তবে আসতে হবে। আবার কলেজ থেকে বেরোনোর আগে সেগুলি পরতে পারবেন ছাত্রীরা।