ফের মার্কিন মুলুকে বন্দু*কবাজের হানা! প্রাণ গেল এক মহিলার,গুরুতর আহ*ত ২ বছরের শিশু

0
1

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা! বুধবার দুপুরে শিকাগোর রাস্তায় প্রকাশ্যে এক পরিবারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। বন্দুকবাজের গুলিতে নিহত হয় ২৩ বছর বয়সি এক মহিলা।গুরুতর আহত হয়েছে তাঁর দুই বছর বয়সি শিশুপুত্র। গুলি লেগে চিকিৎসাধীন মৃতার স্বামীও।এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও এখনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি মার্কিন পুলিশ।

আরও পড়ুনঃমার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ২ বছরের শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এক মহিলা। সঙ্গে মহিলার স্বকামীও ছিলেন। এরকম সময় আচমকাই কালো একটি গাড়িতে চেপে বেশ কয়েকজন ঘটনাস্থলে আসে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। মূলত ২৩ বছর বয়সি মহিলাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে পুলিশের অনুমান।রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা।
একাধিক বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিলার পুত্রের গায়ে লাগে। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে থাকা ২৯ বছর বয়সি এক ব্যক্তি ও ষাটোর্ধ্ব এক প্রবীণও গুলি লেগে আহত হন। রক্তাক্ত অবস্থায় চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও চিকিৎসাধীন রয়েছে মহিলার শিশুপুত্র-সহ বাকি দু’জন। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে ঘটনাস্থলে। তবে আহত ও মৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।