১ সেপ্টেম্বর থেকে ফের শুরু দুয়ারে সরকার! বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন

0
1

ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার শিবির। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে সপ্তম দুয়ারে সরকার প্রকল্প। এরপর ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল নবান্ন। সবচেয়ে বড় খবর, এবারের দুয়ারে সরকার প্রকল্পে দুটি নতুন স্কিম আনা হচ্ছে। এর মধ্যে একটি প্রবীণদের জন্য পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা এবং অপরটি পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ।

বিজ্ঞপ্তিতে জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ড এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এছাড়াও কন্যাশ্রী, সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের সহ প্রবীণদের জন্য পেনশন ও পরিযায়ী শ্রমিকদের নথিভূক্তকরণ মতো ৩৫টি সরকারি প্রকল্প। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি আবেদন করতে পারবেন আবেদনকারীরা।

দুয়ারে সরকার নিয়ে অনেক আগে থেকেই কন্ট্রোল রুম চালু আছে রাজ্য সরকারের। ১৮০০৩৪৫১৮৭ (1800345187) এই নম্বরে ফোন করে দুয়ারে সরকার সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে পারবেন আবেদনকারীরা। অভিযোগও জানানো যাবে এই নম্বরে। একইসঙ্গে এই হেল্পলাইন নম্বর থেকে গাইড করা হবে কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলতে পারে তা নিয়েও।