রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আরও উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় একাধিক প্রকল্পের। বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) সভাঘর থেকে এইসব প্রকল্পগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেসরকারি হাসপাতাল মেডিকার (Medica) ক্যান্সার হসপিটালেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, এইসব প্রকল্পগুলি তৈরি হয়ে গিয়েছে। তিনি নিজে গিয়ে উদ্বোধন করতে পারলে তাঁর ভালো লাগতো। কিন্তু সেই জন্য প্রকল্প চালু হতে দেরি হোক এটা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই নবান্ন থেকে ভার্চুয়ালি প্রকল্পগুলি চালু করে দিলেন। একইসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজের সূচনা হল। মুখ্যমন্ত্রী জানান, ক্যান্সার একটি অত্যন্ত দুরারোগ্য এবং ব্যয়বহুল চিকিৎসার সম্পন্ন অসুখ। ক্যান্সার রোগীদের পরিষেবা মেডিকা দেবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
একনজরে যে প্রকল্পগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী-
•১০. ৪ কোটি প্রকল্প ব্যয় বালুরঘাটে জেলা হাসপাতালে পিপিপি মডেলের ১.৫ টেসলা এমআরআই সেন্টার
•৩.৪২ কোটি টাকা ব্যয় ইসলামপুরে এসডিএইচ- এ সিটি স্ক্যান মেশিন
•৫১ কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে টার্শিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টারে ১২০ শয্যা বিশিষ্ট জি প্লাস টু ভবন নির্মাণ
•৪১.৮৩ কোটি প্রকল্প ব্যয়, বীরভূমের সাঁইথিয়াতে একটি বিপিএইচসি ও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি আরএইচ-এর আপগ্রেডেশন
•১২.১২ কোটি টাকা ব্যয় ১১টি হাসপাতালে ২৪শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ
•৫০ কোটি টাকা ব্যয় ৫৬ টি হাসপাতালে কুড়ি শয্যা বিশিষ্ট বাড়তি ওয়ার্ড
•২.৭৫ কোটি প্রকল্প ব্যয় তিনটি হাসপাতালে ব্লাড কম্পনেন্ট সেপারেশন ইউনিট
•২.৫ কোটি টাকা প্রকল্প ব্যয়ে দুটি জেলা হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ
•৬৭ লক্ষ টাকা ব্যয় বিভিন্ন জেলায় আয়ুষ বহির্ভাগ নির্মাণ