কেমন আছেন বুদ্ধদেব! মেডিক্যাল বুলেটিনে কী জানালেন চিকিৎসকরা?

0
1

বৃহস্পতিবার বিকেলেই বুকের ইউএসজি (USG) হয়েছিল। সন্ধেবেলা সেই পরীক্ষার রিপোর্ট দেখে হাসপাতালের চিকিৎসকরা জানালেন, বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা (Health Condition) নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু পাননি তাঁরা। বৃহস্পতিবার সন্ধের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন। এমনকি, যাঁরা তাঁকে দেখতে গিয়েছিলেন, তাঁদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত শনিবার দুপুরেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেছিলেন, তাঁর শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে। দু’টি ফুসফুসেও সংক্রমণের মাত্রা অত্যন্ত বেশি। টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়েছিল বাম নেতার। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইন্টারমিটেন্ট নন ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে এদিন চিকিৎসকেরা জানিয়েছেন, সঙ্কট এখনও পুরোপুরি কাটেনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কোনও লক্ষণ চোখে পড়েনি আপাতত।