দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রের বিজেপি সরকার। চোখের সামনে গণতন্ত্র ধ্বংস হতে দেখেও মুখ বুজে রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। সংবাদমাধ্যমকে যে বিজেপি কিনে নিয়েছে এ অভিযোগ বিরোধীদের তরফে বারবার করা হয়েছে। এবার সংবাদমাধ্যমের করুণ অবস্থার ছবিটা প্রকাশ্যে এলো এক সমীক্ষায়। যেখানে বলা হয়েছে, দেশের সংবাদ মাধ্যমের ৮২ শতাংশই নিজেদের বিকিয়ে দিয়েছে বিজেপির কাছে। সমীক্ষার এই রিপোর্ট তুলে ধরে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় প্রকাশ্য দিবালোকে ধ্বংস হচ্ছে গণতন্ত্র। অথচ আশ্চর্যজনকভাবে কোনও হেলদোল নেই দেশের সংবাদ মাধ্যমের।” এরপরই সংবাদ মাধ্যমের বাস্তবিক অবস্থার তথ্য তুলে ধরা ‘A Lokniti-CSDS’-এর রিপোর্টের কথা উল্লেখ করে লেখা হয়েছে, “A Lokniti-CSDS রিপোর্টে ‘Media in India Trends and Patterns’ শিরোনামের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হচ্ছে,
দেশের ৮২ শতাংশ সংবাদ মাধ্যম অন্ধভাবে সমর্থন করছে বিজেপিকে। কারণ তাদের মধ্যে ভয়, শাসকদলকে সমর্থন না করলে প্রভাব পড়বে ব্যবসায়।
স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের কথা তুলে ধরলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৮৯%।
এছাড়াও ১৬ শতাংশ ক্ষেত্রে সংবাদ সংস্থার কর্মীদের বিজেপি বিরোধী হওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেক্ষেত্রে সংখ্যাটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ৮৮ শতাংশ। সংবাদপত্রে ৬৬ শতাংশ এবং ডিজিটাল মিডিয়াতে ৪৬ শতাংশ।“
India’s democracy is dying in bright daylight because the media is under siege.
A Lokniti-CSDS report titled ‘Media in India: Trends and Patterns’ found that:
?82% media organisations have been found to blindly support @BJP4India out of fear of going out of business
?This…— All India Trinamool Congress (@AITCofficial) August 3, 2023
সংবাদ মাধ্যমের বেহাল ছবিটা তুলে ধরার পাশাপাশি তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে, “এটা মোটেই আশ্চর্যজনক নয় যে বিশ্ব তালিকায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের স্থান ১৮১ টি দেশের মধ্যে গত বছরে তুলনায় ১৬ ধাপ নিচে নেমে ১৬১ তে এসে ঠেকেছে। যা পাকিস্তানের থেকেও নিচে।”