যোগী রাজ্যে যৌ.ন নি.গ্রহে বাধা দিতেই নাবালিকাকে স্যানিটাইজার খাওয়াল ৪ যুবক! তারপর?

0
1

ফের কাঠগড়ায় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ।
যৌন নিগ্রহে বাধা দেওয়ায় এক নাবালিকাকে স্যানিটাইজার খাওয়াল ৪ যুবক! পরে হাসপাতালে মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর।
স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখনই যৌন হেনস্থা করার চেষ্টা করেছিল ৪ যুবক। আর বাধা দিতেই নাবালিকাকে জোর করে স্যানিটাইজার খাওয়ানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই বছর ষোলোর নাবালিকাকে। কিন্তু শেষরক্ষা হল না। বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হল কিশোরীকে।

ঘটনা গত ২৭ জুলাই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের মাঠ লক্ষ্মীপুর এলাকার। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। ঘটনার দিন স্কুল থেকে ফিরছিল সে। সেই সময় উমেশ রাঠোর নামের এক যুবক তার পথ আটকে দাঁড়ায়। নাবালিকার হাত ধরে টানাটানি করতে শুরু করে সে। চলে আসে উমেশের সঙ্গী আরও তিন যুবক। এরপর চারজন মিলে কিশোরীকে যৌন নিগ্রহ করতে শুরু করে। স্বভাবতই সেই চেষ্টায় বাধা দিয়েছিল নাবালিকা।

এরপর স্যানিটাইজারের বোতল বের করে কিশোরীকে জোর করে খাইয়ে দেয় ৪ অভিযুক্ত। এই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তরা। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। এদিকে দিদিকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসে কিশোরীর ভাই। তাকেও বেধড়ক মারধর করে।