শেষ পর্যন্ত জার্মানির বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ৩ কোটি ইউরোতে তিন বছরের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবে যোগ দিয়েছেন এই সেনেগাল তারকা। আল নাসরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মানের দলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।জার্মান ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরেই আল নাসরের সমর্থকদের উদ্দেশে এক ভিডিয়ো বার্তায় ৩১ বছর বয়সী সেনেগাল তারকা বলেছেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। খুব শিগগিরই দেখা হবে।’ তবে এভাবে যে বায়ার্ন ছাড়তে চাননি তাও স্পষ্ট করে দিয়েছেন মানে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। এভাবে ক্লাব থেকে বিদায় নিতে চাইনি।’
প্রসঙ্গত, ২০২১ সালে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দে ছিলেন মানে। আর তা দেখেই গত বছর তিন বছরের চুক্তিতে সেনেগালের তারকা ফুটবলারকে দলে নিয়েছিলেন বায়ার্ন মিউনিখের কর্তারা। বুন্দেশলিগায় নিজের অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন মানে। কিন্তু কাতার বিশ্বকাপের মুখেই মারাত্মক চোট পান তিনি। ভেরডার ব্রেমেনের বিপক্ষে চোট পাওয়ার কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। বায়ার্নের হয়েও ৯টি ম্যাচ মাঠে নামতে পারেননি মানে। দলের হয়ে ৩৮ ম্যাচে গোল করেছেন মাত্র ১২টি। প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেননি সেনেগাল তারকা।মাঠে নেমে নিজেকে যেমন মেলে ধরতে পারেননি, তেমনই মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন মানে। জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বায়ার্ন কর্তৃপক্ষ।