রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস, ব্যাহত শিয়ালদহ-নৈহাটি শাখার ট্রেন চলাচল

0
3

রাতভর বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। আচমকা ধস নামল শিয়ালদহ ও বিধাননগরের মাঝে রেল লাইনের পাশে। এর জেরে শিয়ালদহ-নৈহাটি শাখার ব্যাহত ট্রেন চলাচল।স্বভাবতই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা থেকে জেলা প্রায় সব জায়গাই, ফলে রাস্তা বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমজনতাকে।

আরও পড়ুনঃস্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য,হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত

অন্যান্য দিনের মতোই এদিনও নির্দিষ্ট সময়ে শিয়ালদহ থেকে সমস্ত লাইনে শুরু হয় ট্রেন পরিষেবা। সাড়ে পাঁচটা নাগাদ দেখা যায় শিয়ালদহ ও বিধাননগরের মাঝে কাঁকুরগাছি রেল কেবিন এলাকায় রেল লাইনের পাশের মাটিতে ধস নামে। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য শিয়ালদহ-নৈহাটি অর্থাৎ মেন লাইনে বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। শুরু হয় মেরামতির কাজ। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন চলছে, তবে তা অনেকটা দেরিতে। যার জেরে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা।

কিছুদিন আগেই বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে নিত্য যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ রুটে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ আবার ধসের কারণে শিয়ালদহে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে সকাল থেকেই সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। একেই রাতভর নাগাড়ে বৃষ্টি, তার মধ্যে সকালে ট্রেন না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।