আধুনিক যুগে ফুটবলের রাজপুত্র যদি কেউ হয়ে থাকেন তিনি নিঃসন্দেহে মেসি (Lionel Messi)। পায়ের জাদুতে মাঝমাঠ থেকে বল নিয়ে গোলপোস্টে পৌঁছে যাওয়ার ক্ষমতা এল এম ১০- এর থেকে ভাল আর কেউ পারেন না। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে কুর্নিশ জানান তাঁর বিপক্ষের তারকারাও। কেরিয়ারের বেশিরভাগ সময় স্পেনে (Spain) ছিলেন মেসি। প্রাক্তন বার্সা তারকা নিজের দল ছেড়ে প্রথমে যান প্যারিসের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তেও। ২০২৩ সালে মেসি সই করেন ইন্টার মায়ামিতে (Inter Miami)। যেখানেই যাচ্ছেন নিজের খেলার ম্যাজিক দেখাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে ভাষা নিয়ে। আসলে ইংরেজিতে সেভাবে সাবলীল নন মহাতারকা। স্পেন এবং ফ্রান্সে খুব একটা সমস্যা না হলেও এখন বিপদে পড়েছেন মেসি। তাই এবার ইংরেজির ক্লাস জয়েন করতে হয়েছে ফুটবলের GOAT-কে (Greatest of All Time)।
জানা যাচ্ছে খেলার ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন তখন পড়াশোনায় মন দিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে সতীর্থ রব টেলরের (Rob Taylor) কাছ থেকে ইংরেজি শিখছেন আর্জেন্টাইন মহানায়ক। রব টেলর অবশ্য এই সুযোগে মেসির থেকে স্প্যানিশ শিখে নিচ্ছেন বলে জানা যাচ্ছে। তিনি বলছেন মেসি ইংরেজিতে একেবারেই সড়গড় নন। ফুটবল মাঠে খেলার মাঝে কমিউনিকেশনের সমস্যা না হলেও মাঠের বাইরে অনেকসময় ভাষা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। তাই এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইছেন মেসি। রব বলছেন, মেসি এত মন দিয়ে বাধ্য ছাত্রের মতো পড়াশোনা করছেন যে হয়তো খুব তাড়াতাড়িই গড়গড় করে ইংরেজিতে সাক্ষাৎকার দেবেন।