Entertainment: ১৪ বছরের বড় হিরো কিনা অনন্যা পাণ্ডের ‘ড্রিম গার্ল’ !

0
1

বলিউডে (Bollywood)নিজের জায়গা পাকা করতে একের পর এক হিট ছবি নিজের নামের সঙ্গে জুড়ে ফেলেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Pandey)। এবার তিনি আয়ুষ্মান খুরানার আইকনিক ড্রিম গার্ল -২ এর (Dream Girl 2) নায়িকা। ১৪ বছরের বড় নায়কের সঙ্গে কতটা রোম্যান্স করলেন ভিকি ডোনারের অনস্ক্রিন প্রেমিকা? ট্রেলারে অবশ্য খুব বেশি সময়ের জন্য পাওয়া গেল না অনন্যাকে। বরং আয়ুষ্মানের (Ayushman Khurrana) ‘পূজা’ লুকই দর্শক মনে ঝড় তুলল। তবে এটা ঠিক যে অনন্যা পাণ্ডেকে মোটেও আয়ুষ্মান খুরানার পাশে বেমানান লাগল না।

অনন্যার থেকে প্রায় ১৪ বছরের বড় আয়ুষ্মান। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই নতুন জুটির লুক। কিন্তু নায়ক নায়িকার এত বয়সের ফারাক দর্শক মানবেন? অনন্যা পাণ্ডে এই প্রসঙ্গে জানান, আমার মনে হয় না এটা বর্তমানে তেমন কোনও সমস্যা। বয়সের ব্যবধান সব সময়ই ছিল। দর্শক বয়স নিয়ে ভাবেন না, যখন ছবি দেখতে আসেন। অক্ষয় কুমার, সলমন খানের ছবিতেও এমন অনেক অভিনেত্রীকে দেখা গিয়েছে যাঁদের বয়স নায়কের হাফ। জুটিকে দর্শকের কতটা মনে ধরল উত্তর মিলবে এই মাসের শেষেই।