পোশাক নিয়ে কটা*ক্ষের শি*কার একতা, কী পরে মন্দিরে গেলেন জিতেন্দ্র কন্যা!

0
2

বলিউডি তারকাদের (Bollywood Star)পোশাক নিয়ে আলোচনা -সমালোচনা নতুন কথা নয়। কিন্তু এবার মন্দিরে অশ্লীল পোশাক পরে কটাক্ষের শিকার একতা কাপুর (Ekta Kapoor)। প্রযোজক মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Temple) হাফপ্যান্ট পরে যেতেই নড়েচড়ে বসে নেট দুনিয়া। ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল। পাশাপাশি নেটিজেনদের একাংশের রোষানলে একতা (Ekta Kapoor)।

মঙ্গলবার হিন্দি টেলিভিশনের কুইন একতা কাপুর প্রযোজিত আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ২-এর (Dream Girls 2) ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই উপলক্ষ্যে ছবির সাফল্য কামনা করে মন্দিরে পুজো দিতে গেছিলেন তিনি। আর সেখানেই ঘটল বিপত্তি। মন্দিরে ঈশ্বরের কাছে কেন তিনি হাফপ্যান্ট পরে গেলেন তা নিয়ে সমালোচনা তুঙ্গে। কেউ বলছেন এটা ফ্যাশন দেখাবার জায়গা নয়, কেউ বলছেন মন্দিরে অন্তত শোভনীয় পোশাক পরা উচিত। একতার ভিডিও দেখে অনেকে আবার ব্যঙ্গ করে বলছেন তিনি মন্দির দর্শন করতে গেছিলেন নাকি দর্শন করাতে? কেউ বলছেন “মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে?”

এটা অবশ্য নতুন নয় কারণ চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস হাজির হয়েছিলেন একতা। । সেই পোশাক তিনি ঠিকমতো সামলাতে পারছেন না বলে ট্রোলড হতে হয় তাঁকে।