ফের ভূমি*কম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

0
2

সাতসকালে ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এখনও এই ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃতীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছাড়েচন বহু মানুষ। বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে কাকভোরে ভূমিকম্পের জেরে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প বেশ কিছুক্ষণ অনুভূত হওয়ায় তাঁরা প্রাণভয়ে ঘর ছাড়েন। চারিদিকে সমুদ্রবেষ্টিত হওয়ায় সুনামির আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। যদিও এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত গত মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলতি বছরে এই নিয়ে পাঁচবার ভূমিকম্পে কাঁপল এই দ্বীপটি। বারে বারে এই কম্পনের জেরে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা।