সব ধর্মকে সমান শ্রদ্ধা প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় বিভিন্ন ধর্মের প্রতি সম্মান জানিয়ে ছুটি দেন তিনি। এবার থেকে সবে বরাত এবং করম পুজোতেও (Sabe Barat-Karam Puja) পুরো ছুটি থাকবে- ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বুধবার, নবান্নে (Nabanna) এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন সবে বরাত ও করম পুজোয় শর্তসাপেক্ষে ছুটি দেওয়া হত। কিন্তু ওই ২ উৎসবে পুরো ছুটি দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে এবার ছুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি থাকত। কিন্তু দীর্ঘদিন ধরেই এই ২ দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।“ অর্থাৎ এই দুটি দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন।