হাওড়ার গড়চুমুকে নদীর চরে ধাক্কা পণ্যবাহী জাহাজের!

0
1

বুধবারের দুপুরে বড় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার গড়চুমুকে (Howrah, Garhchumuk) নদীর চরে ধাক্কা মারল বিশাল পণ্যবাহী জাহাজ। যেহেতু হুগলি নদীর বাঁধ খুব সরু সেই কারণেই তা ভেঙে বড় বিপদ ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই কলকাতা বন্দর থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর, সিঙ্গাপুর থেকে কলকাতা বন্দরের দিকে আসার সময় হলদিয়ামুখী জাহাজকে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি। জানা যাচ্ছে বিশাল পণ্যবাহী জাহাজটি নিয়ন্ত্রণ না সামলাতে পেরে গড়চুমুকে ধাক্কা মারে। জাহাজটি অত্যন্ত ভারী হওয়ার কারণে তা ঘাট থেকে সরাতে যথেষ্ট সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।