৭২ ঘণ্টা লিফটে আটকে যুবতী, কেউ সাড়া দিল না ! অবশেষে…

0
1

লিফটে টানা তিন দিন (Stucked in elevator for three days)আটকে পড়ে মর্মান্তিক পরিণতি ৩২ বছরের তরুণীর। একটি ৯ তলা বাড়ির একেবারে টপ ফ্লোরে (Top Floor) লিফটে আটকে পড়েন তিনি। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনও যান্ত্রিক ত্রুটি কিন্তু বারবার ডেকেও কেউ সাড়া দেয় নি। এক দু ঘণ্টা নয় এমনকি একদিন বা দুদিন নয় টানা তিনদিন ধরে দমবন্ধ করা অবস্থায় ৩২ বছরের তরুণী। “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করলেও কারোর কানে সেই কথা পৌঁছয়নি। অবশেষে মর্মান্তিক পরিণতি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে (Uzbekistan)।

জানা যাচ্ছে উজবেকিস্তানের তাসখন্দের বাসিন্দা ওলগা লেওনতিয়েভা। তাঁর ৬ বছরের এক সন্তান আছে। কীভাবে ওই মহিলা লিফটে আটকে পড়লেন তা খুঁজে বার করতে ইতিমধ্যেই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে হয়তো লিফট আটকে যায় এবং ওই মহিলার জন্য একটা ক্লস্টোফবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা জানিয়েছে, এক মুহূর্তের জন্যেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। ফলে বিদ্যুতের অভাবের কারণে লিফ্‌ট আটকে যাওয়ারও কোনও কারণ নেই। তাহলে ঠিক কী ঘটেছিল? সরকারি ইঞ্জিনিয়রা মনে করছেন, লিফ্‌টের অভ্যন্তররীণ গোলযোগের কারণেই তা মাঝপথে আটকে যায়। কিন্তু সাম্প্রতিক কালে এরকম কোনও ঘটনার উদাহরণ নেই। ইতিমধ্যেই নির্মাণসংস্থাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।