প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম মানুষ হোসে পাউলিনহো গোমেজ। ব্রাজিলের বাসিন্দা ছিলেন তিনি। ১২৭ বছর বয়েসে মারা গেলেন পাউলিনহো। ১৮৯৫ সালের ৪ অগাস্ট জন্মেছিলেন তিনি। জীবদ্দশায় দু দুটি বিশ্ব যুদ্ধ দেখেছেন, দেখেছেন ব্রাজিলের প্রথম ফুটবল বিশ্বকাপ জয়। সাত সন্তানের পিতা জোসে দেখছেন নিজের চতুর্থ প্রজন্মও। মাত্র এক সপ্তাহ বাদেই ছিল তাঁর ১২৮তম জন্মদিন। কিন্তু জানা যাচ্ছে, তার আগেই গত শুক্রবার প্রয়াত হন তিনি।
পরিবার সূত্রে দাবি, নিখিল বিশ্বের প্রবীণতম মানুষটির শেষের দিকে শারীরিক অঙ্গসমুহ কাজ করছিল না। তাঁর বয়েসের প্রমাণপত্র হিসেবে পাওয়া যায় তাঁর বিয়ের সংশাপত্র। তাতে দেখা যাচ্ছে ১৯১৭ তে বিয়ে হয় জোসের। ব্রাজিলের করেগো ডেল কাফেতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন তিনি। পশুপাখিদের সংসর্গ পছন্দ করতেন তিনি। তাই পশুপালনের পেশাকেই বেছে নেন তিনি। জানা গিয়েছে যে, মৃত্যুর ৪ বছর আগে অব্দি ঘোড়া চালাতেন নিয়মিত। ব্রাজিলের স্থানীয় খাবার খেতেন তিনি এবং একইসাথে মাঝেমধ্যে মদ্যপানও করতেন এমনই শোনা যাচ্ছে।
গিনেস বুকে ঠাঁই হয়নি তাঁর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যাক্তির নাম উল্লেখ আছে ফ্রান্সের জেন ক্যালমেন্টের নাম, ১২২ বছর বয়সে তিনি মারা যান ১৯৯৭ সালে। আর এখনও জীবিত আয়ু সম্পন্ন মানুষের নাম হিসেবে উঠে এসেছে স্পেনের মারিয়া মোরেরার। বর্তমানে তাঁর বয়স ১১৫ বছর।






































































































































