৩১ জুলাই ‘মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস’ পালনে, ডব্লিউবিসিপিসিআর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু বিষ্ণুপুরের অষ্টম শ্রেণির ছাত্রী প্রিয়া সরদার ওইদিনের জন্য সভাপতিত্ব করে। এই বছর তার সঙ্গে চারজন বিশেষভাবে সক্ষম শিশুও সদস্য হিসাবে ছিল।
চেয়ারপারসন তার সদস্যদের সাথে পরামর্শ করে লিখিত এবং স্বাক্ষরিত ১৫ দফা দাবির সনদটি আধিকারিকদের হাতে তুলে দেয়। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে পাঠানো হবে এবং সমাজ কল্যাণ দফতরে তাদের দাবি সনদটি পাঠানো হবে।এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ডব্লিউবিসিপিসিআর চেয়ারপারসন সুদেষ্ণা রায়, অর্পিতা ঘোষ ,সংগীতশিল্পী সৌমিত্র সহ বিশিষ্টরা। এই বিশেষ দিনে সবাইকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত সবাই।
সুদেষ্ণা রায় বলেন , এই বিশেষ দিনে আমরা বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন শিশুকে চেয়ারপারসন হিসেবে রাখি। বিগত চার বছর ধরে এই নিয়ম চলে আসছে। এবছর চেয়ারপারসনের সঙ্গে চারজনকে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রত্যেকেই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু। এ বছর ১৫ দফা দাবি সনদ দফতরের মন্ত্রী শশী পাঁজার কাছে আমরা পাঠাবো। সব না হলেও কিছু সুরাহা হবে বলে আমরা আশাবাদী। আমরা চাই ওরা সমাজের মূলস্রোতে ফিরে আসুক।