সাতসকালে রেড রোডে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা


পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু, পিটিএস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কাশীপুরের দিকে যাওয়ার কথা ছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কারের। রেড রোডের উত্তরমুখী লেনে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ঠিক সামনে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাঙ্কার সোজা গিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের সীমানা দেওয়ালে। দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে ট্যাঙ্কারটি ভিতরে ঢুকে আটকে যায়। সে ভাবেই বেশ কিছু ক্ষণ থাকার পর রেকার ভ্যান ডেকে তা সরানো হয়। এর জেরে সাতসকালেই রেড রোডে যানজট তৈরি হয়।

এদিকে দুর্ঘটনার জেরে গুরুতর অবস্থায় আহত চালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে তাঁকে। পুলিশের অনুমান, গাড়ির গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।












































































































































