২০০০ টাকার নোটের ৮৮ শতাংশই ব্যাঙ্কে জমা পড়েছে, জানাল আরবিআই

0
1

হাতে রয়েছে আরও ৬১ দিন। কিন্তু তার আগেই ২,০০০ টাকার নোটের সিংহভাগই বিভিন্ন ব্যাঙ্কে জমা পড়েছে বলে জানাল আরবিআই। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার ৮৮ শতাংশ নোট জমা পড়েছে। অর্থাৎ বাজারে রয়ে গিয়েছে মাত্র ১২ শতাংশ ২০০০ টাকার নোট। সেই টাকাও খুব শিগগিরই ব্যাঙ্কে জমা পড়বে বলেও আশাবাদী আরবিআই।

প্রসঙ্গত, গত ১৯ মে রাতারাতিই দেশ থেকে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে ইতিমধ্যেই তাদের কাছে এসে পৌঁছেছে ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা অর্থাৎ প্রচলিত মূল্যের ৮৮ শতাংশ ফিরে এসেছে। তবে এই দু হাজার টাকা বদল করে নেবার শেষ তারিখ হল আগামী ৩০ শে সেপ্টেম্বর। আশা করা যাচ্ছে সময় সীমার ভেতরেই সমস্ত টাই আরবিআই এর হাতে চলে আসবে।

আরও পড়ুন- দরজা খুলতেই স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বি.স্ফোরণ, আ.হত শিক্ষক-সহ ১০ ছাত্রী