আজ থেকে মাসব্যাপী “বিহার জোড়ো” যাত্রায় নীতীশ কুমার

0
3

আজ, মঙ্গলবার থেকে প্রায় একমাস ব্যাপী “বিহার জোড়ো যাত্রা” কর্মসূচি শুরু করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মূলত তাঁর জনতা দল ইউনাইটেড এই কর্মসূচি নিলেও থাকবে না কোনও রাজনৈতিক পতাকা। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জ থেকে এই যাত্রার সূচনা করবেন নীতিশ কুমার। এই যাত্রার পোশাকি নাম সম্প্রীতি ও সৌভাত্বের যাত্রা। রাজ্যের ৩৮টি জেলার ২৭টি অতিক্রম করে যা ৬ সেপ্টেম্বর শেষ হবে ভাগলপুরে। বিহারের যে শহরটি ১৯৮৯-এর দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়েছিল। দাঙ্গায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল পছমন্দা অর্থাৎ গরিব মুসলমানেরা।

আরও পড়ুনঃমণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা

একমাস ধরে চলা এই যাত্রায় নীতীশ কুমার-সহ জেডিইউ’র শীর্ষ নেতৃত্ব খেপে খেপে অংশ নেবেন। জেডিইউ’র পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্যে “বিহার জোড়ো”। ভারতকে খণ্ড-বিখণ্ড করার যে খেলায় বিজেপি মেতে উঠেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই বিহারে নীতীশের এই কর্মসূচি।

জানা গিয়েছে, দেশের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যে কোনও দল তাতে অংশ নিতে পারে। মনে করা হচ্ছে আরজেডি, কংগ্রেস, সিপিএম, সিপিআই-সহ বিহারে মহাজোটের নেতা-কর্মীরা জায়গায় জায়গায় নীতীশের এই যাত্রায় অংশ নেবেন। পদযাত্রায় থাকবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, বিআর আম্বেদকরদের ছবি। নেতাদের মধ্যে থাকবে শুধুই নীতীশের ছবি। পদযাত্রার একমাত্র স্লোগান হল, “ইতিহাসকে বাঁচাতে নীতীশের পাশে থাকুন।”