রিষড়া কান্ডের তদন্তে এনআইএ। সোমবার রাত দশটা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএ-র চার সদস্যের একটি দল। থানার আধিকারীকদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনায় অভিযোগ কী হয়েছিল কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন। শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয় রিষড়া সন্ধা বাজার এলাকায়। পরদিন রিষড়া চার নম্বর রেল গেট সহ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। গাড়ি ভাঙচুড়, দোকানে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। ৪ঠা এপ্রিল রাজ্যপাল রিষড়ায় এসে শান্তির বার্তা দেন। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন ১৪৪ ধারা জারি করা হয়। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। এই ঘটনায় হাইকোর্ট এন আই এ তদন্তের নির্দেশ দেয়। সেইমতোই সোমবার তদন্ত শুরু করে দিল এনআইএ।
আরও পড়ুন- ক্ষমতা দখলের ল.ড়াই: দিল্লি অধ্যাদেশ নিয়ে মোদি সরকারের পাশেই কংগ্রেস নেতা







































































































































