অবশেষে খুলল গোন্দলপাড়া জুটমিল

0
1

১৯ মাস বন্ধ থাকার পরে খুলে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। অনেক টালবাহানা, মিটিং-মিছিল, ত্রিপাক্ষিক বৈঠকের পর মঙ্গলবার থেকে খুলেছে বন্ধ মিলের গেট। এর আগে দীর্ঘদিন এই মিল বন্ধ হয়েছিল। আবার খুলেও ছিল।কিন্তু বেশিদিন চলেনি। আবার বন্ধ হয়ে গিয়েছিল।

শ্রমিকেরা আওয়াজ তুলেছিলেন, চার হাজার শ্রমিককে নিয়ে ছিনিমিনি খেলছে মিল কর্তৃপক্ষ। মিল খুললেও সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত মর্নিং শিফট চালু হয়েছে শুধু। এরপর ধীরে ধীরে সব ডিপার্টমেন্ট চালু হলে স্বাভাবিক ছন্দে গোন্দলপাড়া জুটমিল চলবে বলে শ্রমিকদের ধারণা। মিল খোলায় আপাতত খুশি তাঁরা।

আরও পড়ুন- দরজা খুলতেই স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বি.স্ফোরণ, আ.হত শিক্ষক-সহ ১০ ছাত্রী