দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ধাক্কা, কমলো ডলার সঞ্চয়

0
1

বিদেশী মুদ্রা(foreign currency) সঞ্চয়ে জোর ধাক্কা খেলো ভারত। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের(reserve Bank of India) তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের ২১ তারিখে শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে এক ধাক্কায় সম্পদের পরিমাণ কমে গেল ১৯৮ কোটি ডলার। এর ফলে দেশের গচ্ছিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৭.০৩৫ বিলিয়ন মার্কিন ডলারে(US dollar)।

জানা গিয়েছে, এই রিপোর্ট প্রকাশের মাত্র এক সপ্তাহ আগেই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ১২.৭৪৩ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছিল । প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার পৌঁছেছিল সর্বোচ্চ ৬৪৫ বিলিয়ন মার্কিন ডলারে। তারপর থেকেই লাগাতার ঘাটতি দেখা দেয় বিদেশি মুদ্রা ভান্ডারে। যার অন্যতম কারণ ছিল টাকার দামে ব্যাপক পতন। এই পরিস্থিতি সম্বন্ধিত অবশ্য বেশ কিছু পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাংক। তাতে কিছুটা উন্নতি হলেও এখনো সেভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যার সাম্প্রতিক তেমন রিপোর্ট বলছে, বৈদেশিক মুদ্রা ভান্ডারে ক্রমশ কমছে বিদেশি মুদ্রার পরিমাণ। অবশ্য রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে বৈদেশিক মুদ্রার পরিমাণ কমলেও গচ্ছিত সোনার পরিমাণ ৪১৭ মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে।