আজ ১ আগস্ট। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাতাদিবস। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠাদিবস পালিত হল জমজমাট ভাবে। প্রতিবারের মতোই প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালনের সূচনা করা হয় কেক কেটে। এরপর ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, তরুণ দে, বিকাশ পাঁজি, মিহির বসু সহ ক্লাবের অন্যান্য প্রাক্তন খেলোয়াড়রা।
এরপর বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, তাপস রায়, অরূপ রায়-সহ বিশিষ্ট অতিথিরা। শারীরিক অসুস্থতার কারণে ‘ভারত গৌরব’ সম্মান নিতে শহরে আসতে পারেননি রতন টাটা। তবে তাঁর কাছে গিয়ে সম্মান তুলে দেবে ক্লাব। জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন প্রাক্তন গোলরক্ষক তরুণ বোস এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্য।
এদিন প্রয়াত মোনেম মুন্না-সহ ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের সম্মানিত করল ক্লাব। ক্লেটন সিলভা বর্ষসেরা ফুটবলার ও নাওরেম মহেশ সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন। ভিসা সমস্যায় শহরে আসতে পারেননি ক্লেটন। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতকে সংবর্ধনা দিলেন মেয়র ও ক্রীড়ামন্ত্রী। সমর্থকদের আশ্বাস দিয়ে স্প্যানিশ কোচের বার্তা, এবার ইস্টবেঙ্গলকে হারানো কঠিন হবে বাকি দলগুলোর।
আরও পড়ুন:সুনীলদের রেখেই এশিয়ান গেমসে দল ঘোষণা স্টিমাচের