ত্রিনিদাদে রোহিতদের স্বাগত জানাতে হাজির ব্র‍্যাভো, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

0
8

আজ ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামবে ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে ফলাফল ১-১।  আজ ফয়সালার ম‍্যাচ। আজ যে জিতবে সিরিজ তার। তবে তার আগে হাল্কা মেজাজে ভারতীয় দল। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, যখন ত্রিনিদাদ পৌঁছায় ভারতীয় দল, তখন সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ডোয়াইন ব্র্যাভো। সেই সময়ে ব্র্যাভোর কোলে ছিল তাঁর ছেলে। প্রথমে রাহুল দ্রাবিড় এবং অজিত আগারকর হোটেলে প্রবেশ করেন, তখন তাঁরা ব্র্যাভোর সঙ্গে হাত মেলান। এরপরে ব্র্যাভোকে দেখে এগিয়ে আসেন ইশান কিষান, উমরান মালিক ও রবীন্দ্র জাদেজারা। জাদেজা তো বহুক্ষণ ব্র্যাভোর সঙ্গে কথাও বলেন। এরপরে জয়দেব উনাদকাট, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন সকলের সঙ্গেই কথা বলেন ব্র্যাভো। যেন তিনি তাদের কে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন। এরপরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ক্যারেবিয়ান তারকা। ব্র্যাভোর ছেলের সঙ্গে মজা করে রোহিত শর্মা এবং ব্র্যাভোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। এরপরে রুতুরাজের সঙ্গে জমিয়ে আড্ডা দেন ব্র্যাভো। যেই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ফের নজির গড়লেন রোনাল্ডো, ভেঙে ফেললেন মুলারের রেকর্ড