পরিষ্কার আকাশে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা! উত্তরে রোদ, দক্ষিণে বৃষ্টি

0
2

টানা ৬০ দিন পর চেনা সৌন্দর্যে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha)। বৃষ্টি কমতেই মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। খুশি পর্যটকরা। হাসি ফুটেছে উত্তরবঙ্গবাসীর মুখেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলেছে আগামী তিন দিন উত্তরবঙ্গের (NorthBengal) জেলাগুলিতে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain ) চলবে। যদিও তাতে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

কথায় বলে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। কিন্তু শ্রাবণের অঝোর ধারা নিয়মিতভাবে চোখে পড়ছে না দক্ষিণবঙ্গে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।