জমজমাট হতে চলেছে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

0
1

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ডুরান্ড কাপ। আগামী ৩ আগস্ট শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশের আর্মি দল। তবে ম‍্যাচের আগে রয়েছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ডুরান্ডের উদ্বোধনীতে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজকদের।

এদিন আয়োজকের তরফ থেকে জানান হয়, বিকাল পাঁচটা থেকে শুরু হতে চলেছে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান। আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে সেনার বিভিন্ন বিভাগের সদস্যরা মার্শাল আর্ট প্রদশর্ন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এরপর ম্যাচের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য অতিথিরা দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।

এদিকে ডুরান্ডের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশের আর্মি। তারই প্রস্তুতি আজ থেকে ২ আগস্ট পযর্ন্ত ক্লোজডোর প্রস্তুতিতে নামছে বাগান ব্রিগেড। ইতিমধ্যেই শহরে চলেছে এসেছেন বিদেশি ফুটবলার সাদিকু, কামিন্স, হামিলরা। চলে এসেছেন সাহাল আব্দুল  সামাদ। কোচ জুয়ানের তত্ত্বাবধানে শুরু করে দিয়েছেন অনুশীলন। আসন্ন মরশুমে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া সবুজ-মেরুন। তার শুরু ডুরান্ড থেকেই করতে চান জুয়ান।