প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল লাল-হলুদ, ইস্টবেঙ্গলের হয়ে গোল মন্দার-লালচুংনুঙ্গার

0
1

ডুরান্ড কাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। রবিবার নিউটাউনে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। সেই ম‍্যাচে ইন্ডিয়ান নেভিকে ২-১ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। কুয়াদ্রাতের কোচিং-এ প্রথমবার খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন লালচুংনুঙ্গা ও মন্দার রাও দেশাই।

ম্যাচের ১২ মিনিটে গোল করেন লালচুংনুঙ্গা। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ইস্টবেঙ্গলে নতুন সই করা মন্দার রাও দেশাই। কিছুদিন আগেই শহরে এসে পৌঁছে গিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। একে একে ফুটবলাররাও অনুশীলনে যোগ দিচ্ছেন।এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি গত মরশুমে সবচেয়ে সফল ফুটবলার ক্লেইটন সিলভা। আশা করা যাচ্ছে পরের সপ্তাহে চলে আসবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে তিনি না থাকলেও দারুণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। যদিও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে। সবে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল লাল-হলুদ ব্রিগেড। এখনও কিছুটা সময় দিতে হবে নতুন কোচকে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৬ আগস্ট বাংলাদেশ আর্মির বিরুদ্ধে।

আরও পড়ুন:জমজমাট মোহনবাগান দিবস, বাগান রত্ন পেলেন গৌতম সরকার