“লোকসভা ভোটে হেরে বিদেশ পালাবেন মোদি”, কটাক্ষ লালুর

0
1

বছর পেরোলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময়ে দিল্লির মসনদে কারা বসছে, তা ঠিক হয়ে গিয়েছে। তার আগে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভবিষ্যতবাণী দিয়ে দিলেন আরজেডি প্রধান বর্ষীয়ান রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব।

তাঁর দাবি, ২০২৪ লোকসভা ভোটে গো-হারা হারবে বিজেপি। শুধু তাই নয়, নিজের কেন্দ্র থেকে হেরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি নিজেও সেটা বুঝতে পেয়েছেন। তাই এখন থেকেই বিদেশে ঠাঁই খুঁজছেন, ঘন ঘন বিদেশ যাত্রা করছেন।

ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনির অসুখ রয়েছে তাঁর।বর্তমানে অবশ্য খানিকটা সুস্থু। বহুদিন পর ছেলে তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দেন। সেখানেই দাবি করেন, ভোটে হারবেন বুঝে দেশ ছাড়ার ছক কষছেন মোদি। লালুর কথায়, “মোদিই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। ঘন ঘন বিদেশ সফর করছেন তিনি। এমন একটা জায়গা খুঁজছেন যেখানে বসে শান্তিতে পিজ্জা, মোমো এবং চাউমিন খাওয়া যায়।”