সাড়ে চার বছর পর পর্দা কাঁপিয়ে প্রত্যাবর্তন বলিউডের কিং খানের (SRK)। তারপর থেকে পাঠানের দাপট যেন কমছেই না। যত বয়স বাড়ছে ততই যেন জোয়ান হচ্ছেন ‘জওয়ান ‘ (Jawan) শাহরুখ খান (Shahrukh Khan)। দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির (Atlee) সঙ্গে বলিউড বাদশার প্রথম কাজ সিলভার স্ক্রিনে আসবে আগামী ৭ সেপ্টেম্বর। তবে উন্মাদনার পারদ টিজার প্রকাশ্যে আসার পর থেকে চড়তে শুরু করেছিল। এবার সামনে এল প্রথম গান।সোমবার সাতসকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড- ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা করে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক ১২.৫০ মিনিটে ‘জিন্দা বান্দা’ (Zinda Banda) গান রিলিজ করলেন বাদশা। কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ ম্যাজিক!

দাবানলের মত ভাইরাল হওয়া ‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল। গোটা গান জুড়ে বেঁচে থাকার দৃপ্ত ঘোষণা। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরির পংক্তি থেকে ধার করেই লেখা হয়েছে গানের লাইন। এরপরই অনিরুদ্ধ রবিচন্দ্রর কম্পোজ করে ফেলেন তুখড় জীবনযুদ্ধের কথা । গানের শুরু থেকে শেষ পর্যন্ত ডান্সিং মুডে দেখা গেল ৫৭ বছরের শাহরুখকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০০ জন নৃত্যশিল্পীর সঙ্গে নাচে যে দাপট দেখালেন বাদশা, তাতে বাকরুদ্ধ অনুরাগীরা। সিনে বিশ্লেষকরা বলছেন বক্স অফিসে আগাম শাহরুখ ঝড়ের ইঙ্গিত মিলল জওয়ানের প্রথম গান রিলিজেই।












































































































































