শনিবার রাতে অন্য মেজাজে পাওয়া গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বলিউড সিনেমায় মজলেন বাংলার মহারাজ। দক্ষিণ কলকাতায় এক সিনেমা হলে বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখতে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সদ্য মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার সিনেমায়, রকি অউর রানি কি প্রেম কাহানি। দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে চলছে এই সিনেমা। তবে রণবীর-আলিয়া নয় দর্শকদের মন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই। কারণ দর্শকাসনে বসেছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সিনেমা দেখতে মেয়ে সানার সঙ্গে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত দর্শকদের কাছে ছবির থেকেও বড় আকর্ষণ হয়ে ওঠে সৌরভের উপস্থিতি। মধ্যরাতে যেন সারপ্রাইজ পেয়ে যান উপস্থিত সিনেমাপ্রেমীরা।
Sourav Ganguly watched the same show as mine of RARKPK last night at Inox South City Mall Kolkata. Later managed to get a pic with Dada. Also asked him movie kemon laaglo (how did you like the movie), he said Daarun (Awesome). Same thoughts as mine 😄 #RockyAurRaniKiiPremKahaani pic.twitter.com/13gSM69ikh
— Sohom (@AwaaraHoon) July 29, 2023
প্রাক্তন বোর্ড সভাপতি যে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমা দেখবেন তা ভাবতেই পারেননি সিনেপ্রেমীরা। সৌরভকে দেখে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝরাতে সকলের আবদার মেটান মহারাজ।ছবি শেয়ার করে এক ভক্ত লেখেন, রণবীর আলিয়ার এই ছবি নাকি দারুণ লেগেছে সৌরভের। কিছুদিন আগেই এই ছবির প্রচারের জন্য কলকাতায় ঘুরে গিয়েছেন বলিউডের তারকা জুটি। এই ছবিতে আলিয়া ভাট, রণবীর ছাড়াও অভিনয় করেছেন আরও দুই বাঙালি তারকা। সেই তালিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ফলে বলিউডের ছবি হলেও বাংলার সঙ্গে দারুণ যোগ রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও, সময় বের করে মেয়ে সানার সঙ্গে এই সিনেমা দেখতে গেলেন সৌরভ। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন:‘ওরা ভাবে ওরাই সব জানে’, বিরাট-রোহিতকে একহাত নিয়ে মন্তব্য কপিল দেবের