কলকাতা পুলিশের তৎপরতায় ভেস্তে গেল অপহরণ করে মুক্তিপণ আদায়ের ছক। শেষ পর্যন্ত দিঘা থেকে অভিযুক্ত তিন অপহরণকারীকে গ্রেফতার করল তিলজলা থানার পুলিশ। সেই সঙ্গে অপহৃতকেও উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনের সঙ্গে আর কেউ জড়িত কিনা এখন তাঁরই খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পিছনে ব্যবসায়িক বিবাদ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুলাই দুপুরে তিনজলার একটি রেস্তোরাঁর সামনে থেকে আনন্দপুর থানার উত্তর পঞ্চান্নগ্রামের বাসিন্দা রাজমুল শেখকে জোর করে তুলে নিয়ে যায় ৬-৭ জন যুবক। রাজমুলের গাড়িটিও সঙ্গে নিয়ে যায় তাঁরা। অভিযোগ, অপহরণের পরই রাজমুলের পরিবারের কাছে অচেনা নম্বর থেকে ফোন করে মুক্তিপণ বাবদ ৩০ লক্ষ টাকা চায় অপহরণকারীরা। প্রথমে পুলিশের কাছে যেতে সাহস পায়নি রাজমুলের পরিবার। পরে তিলজলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের গতিবিধির খোঁজ পায় পুলিশ। শেষ পর্যন্ত দিঘা থেকে যৌথভাবে রাজমুলকে উদ্ধার করে তিলজলা থানা ও গুন্ডা দমন শাখা। গ্রেফতার করা হয় মোক্তার, আলকাস ও মসিউর নামে তিন যুবককে। এদের মধ্যে মোক্তারকেই চক্রের পাণ্ডা বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন- কা.ঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ! জল চাইতেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে গা.লিগালাজ-প্র.হার








































































































































