বসিরহাটে বো.মা ফেটে গুরুতর জখ.ম স্কুল ছাত্র

0
1

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে (Bomb blast) গুরুতরু জখম চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা গেছে বোমা বিস্ফোরণে শিশুর হাত উড়ে গেছে। রবিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত শিশুর নাম ইউসুফ মণ্ডল (Yusuf Mondal)। তাঁকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital)ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে খবর ছুটির দিন থাকায় রবিবার সকালে বাড়ির উঠোনে একটি বাগানে খেলা করছিল শিশুটি। বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে সেটা দ্রুত হাতে তুলে নেয়। আর তখনই সেটা ফেটে যায়। তাঁর ডান হাত এবং শরীরের বেশ কিছু অংশে গুরুতর আঘাত লাগায় দ্রুত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল এবং তার আশপাশ থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে।