এখনও ধিকধিক জ্বলছে বারুইপুরের কারখানার আগু.ন, যু.দ্ধকালীন তৎপরতা দমকলের

0
3

বারুইপুরের (Baruipur) এক প্লাস্টিক কারখানায় (Plastic Factory) ভয়াবহ আগুন (Massive Fire)। শনিবার রাত ৯টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। তারপর ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

বিষয়টি নজরে আসতেই প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। পরে রাত গড়ালে আগুনের দাপটের সঙ্গে বাড়তে থাকে দমকলের সংখ্যা। বর্তমানে দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। তবে কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

কারখানার কর্মীরা জানিয়েছেন, শনিবার যখন আগুন লাগে, তখন কারখানায় পুরোদমে কাজ চলছিল। এরপরই আগুনের লেলিহান শিখা দেখে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। রবিবার সকাল থেকেই কর্মীরা ভিড় করতে শুরু করেন কারখানার বাইরে। দমকল সূত্রে খবর, এখন যা অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার সারাদিন লেগে যেতে পারে।