কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি। একসময় এই হলুদ ট্যাক্সি চাহিদা ছিল তুঙ্গে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের চাহিদা বেশি হওয়ায় কোথাও যেন ধাক্কা খেয়েছে হলুদ ট্যাক্সি। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির হাত ধরে কলকাতার চির পরিচিত হলুদ ট্যাক্সিতেও এল বদল। এবার থেকে অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে ট্যাক্সি! এ বার থেকে হলুদ ট্যাক্সি বুক করতে হলে ব্যবহার করতে হবে ‘যাত্রী সাথী’ অ্যাপ। আর সে জন্যই হাওড়া স্টেশনের ‘প্রিপেইড ট্যাক্সি বুথ’ বন্ধ করে দেওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্যই রাজ্য পরিবহণ দফতরের এই উদ্যোগ।
আরও পড়ুনঃ সুরক্ষা নিয়ে প্রশ্ন,নথি সংরক্ষণেও ত্রুটি, নির্দেশিকা অমান্য করায় বড়সড় জরিমানা ইন্ডিগোর
কী করে বুক করবেন হলুদ ট্যাক্সি? জেনে নিন
হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করতে হলে এত দিন ‘প্রিপেইড ট্যাক্সি বুথ’ থেকে ট্যাক্সি বুক করতে হত। পাশাপাশি, ওলা, উবরের মতো অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবাও রয়েছে। এ বার যাত্রীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকার চালু করল ‘যাত্রী সাথী’ অ্যাপ। ট্রেনের মধ্যে বসে কিংবা স্টেশন থেকে এই অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি বুক করা যাবে। উদ্যোক্তাদের দাবি, ওটিপি দেখিয়ে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ট্যাক্সি। তবে নিজের মোবাইলে সবচেয়ে আগে ডাউনলোড করতে হবে ‘যাত্রী সাথী’ অ্যাপ।