একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। চোখরাঙাচ্ছে যমুনার জলস্তরও। এরইমধ্যে শনিবার সকালেও ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী। যার জেরে রাজধানীর রাজপথ এখন জলমগ্ন।জল জমেছে একাধিক এলাকায়। দিনভর বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন। নতুন করে এই ভারী বর্ষণের জেরে দিল্লিবাসীর কপালে ফের চিন্তার ভাঁজ।

আরও পড়ুনঃ তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম এলাকাতেও শনিবার সকালে বৃষ্টি হয়েছে। তবে দিল্লির মাথাব্যথা যমুনার জল। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে খবর, পুরাতন রেলওয়ে ব্রিজ এলাকায় সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩৬ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। ফলে বিপদসীমার সামান্য উপরে রয়েছে যমুনার জলস্তর। দুপুর ২টোয় এই জলস্তর কিছুটা নেমে ২০৫.৩ মিটার ছুঁতে পারে।


কিছু দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে দিল্লির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল।এমনকি, জল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট।আবার নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় ফের বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।














































































































































