আশঙ্কা সত্যি হল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্থানান্তরিত করা হচ্ছে ইনভেসিভ ইউনিটে। তাঁকে প্রাথমিকভাবে নন-ইনভেসিভ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তাঁর যতটা উন্নতি হবে বলে আশা করা হয়েছিল, ততটা হয়নি। সেই জন্যই ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। নিউমোনিয়ার সঙ্গে শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য ইতিমধ্যে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন চিকিৎসক আশিস পাত্র, চেস্ট মেডিসিন ধ্রুব ভট্টাচার্য, মেডিসিন সৌতিক পান্ডা, সিসিইউ সুস্মিতা দেবনাথ, সিপিইউ সরোজ মণ্ডল, কার্ডিওলজি অঙ্কন বন্দ্যোপাধ্যায়, চেস্ট মেডিসিন সপ্তর্ষি বসু। গোটা টিমের কড়া নজরদারিতে রয়েছেন বুদ্ধদেব।
প্রসঙ্গত, শনিবার দুপুরে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ার কারণে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই কলকাতার ওই বেসরকারি হাসপাতাল থেকে সিসিইউ অ্যাম্বুলেন্স (CCU Ambulance) পাঠানো হয় পাম এভিনিউয়ের (Pam Avenue) বাড়িতে। মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। জানা গিয়েছে, এদিন গ্রিন করিডোর (Green Corridor) তৈরি করে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।
আরও পড়ুন- বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন? কী জানাল মেডিক্যাল বোর্ড