মহরমের শোভাযাত্রায় লোহার রডে তার লেগে মর্মা.ন্তিক মৃ.ত্যু ৪ জনের,জ.খম বহু

0
2

মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। গুরুতর আহত ১০ জন। শনিবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলায় মহরমের তাজিয়া বার করার সময় বিদ্যুতের তার লেগে তড়িদাহত হয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নাবালিকাকে ধ.র্ষণ, সারা শরীরে কা.মড়ের দাগ
জানা গেছে, আজ সকাল ৬টায় উৎসব উপলক্ষে হৈ হৈ করে শোভাযাত্রা বার করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তাতেই ঘটে যায় বড়সড় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চার জনের। জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে ন’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।



প্রসঙ্গত, গত মাসে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময় রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন শিশু, তিন মহিলা-সহ মোট সাত জনের। গুরুতর জখম হন ১৬ জন।এবার মহরমের শোভাযাত্রাতেও বিপত্তি।