সুভাষগ্রামের প্লাস্টিক কারখানায় বি.ধ্বংসী আ.গুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

0
2

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! শনিবার রাতে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পুরো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত আটটা নাগাদ সুভাষগ্রামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। শুধু তাই নয়, ওই প্লাস্টিক কারখানার পাশেই আছে বারুইপুর পলিটেকনিক কলেজ। সঙ্গে আছে খাটাল। কলেজ বা খাটালে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা করছে দমকল বিভাগ। আপাতত ঘটনাস্থলে আছে বারুইপুর পুলিশ। তবে কী কারণে ওই প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, তা নিয়ে এখনও পুলিশ বা দমকলের তরফে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রের খবর।

আরও পড়ুন- অবস্থার অবনতি! এবার ইনভেসিভ ভে.ন্টিলেশনে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যকে