ভোট-পরবর্তী বি*রোধী স*ন্ত্রাসে এবার দিনহাটায় তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর !

0
1

পঞ্চায়েত ভোট (Panchayet Election) মিটলেই রাজ্যজুড়ে বিরোধী সন্ত্রাস অব্যাহত। ভোটট-পরবর্তী বিরোধী সন্ত্রাসের বলি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক জয়ী তৃণমূল প্রার্থী। আবার কোচবিহারের দিনহাটা আছে, দিনহাটাতেই। বিজেপির বেলাগাম সন্ত্রাস চলছেই। এবার ভেটাগুড়িতে তৃণমূলের এক পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

দিনহাটা-১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব বর্মন বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির বাইরে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির চারপাশে টিনের দেওয়াল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

এর আগেও দিনহাটায় বিজেপির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পঞ্চায়েতে গণনার আগের দিন নিরাপত্তারক্ষী নিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরেরও অভিযোগ ওঠে। সম্প্রতি, অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করে পুলিশ। ফের বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল সেই দিনহাটাতেই।