তীর্থযাত্রা সেরে আর ফেরা হল না বাড়ি! মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ৬ জনের

0
3

অমরনাথ যাত্রা সেরে একটি বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। আচমকাই মহারাষ্ট্রের বুলধানা জেলায় দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ছ’জনের। গুরুতর আহত কমপক্ষে ২০ জন।

আরও পড়ুনঃ মহরমের শোভাযাত্রায় লোহার রডে তার লেগে মর্মা.ন্তিক মৃ.ত্যু ৪ জনের,জ.খম বহু

শুক্রবার গভীর রাত আড়াইটে নাগাদ ৫৩ নম্বর জাতীয় সড়কে মালকাপুর এলাকার কাছে নানদুর নাকা ফ্লাইওভারে দু’টি বাসের সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। অমরনাথ যাত্রা সেরে হিঙ্গোলির দিকে যাত্রা করছিল পুণ্যার্থীদের একটি দল। অন্য বাসটি যাচ্ছিল নাসিকের উদ্দেশে। এমনসময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।


ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে যে বাসটি অমরনাথ যাত্রা সেরে ফিরছিল, তার চালকও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এছাড়াও ৩২ জনের অল্প চোট লাগে। তাঁদের স্থানীয় গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা হয়। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও চালক ট্রাফিক আইন ভেঙেছিলেন কি না, কিংবা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটার পরপরই দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। উদ্ধারকাজ শেষের পর ফের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ