বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহে শীর্ষে রয়েছে বাংলা। এবার জলের গুণগত মান পরীক্ষাতেও বিজেপি শাসিত রাজ্যগুলিকে টেক্কা দিল অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। জনস্বাস্থ্য কারিগরি দফতরের রিপোর্ট অনুযায়ী, জল পরীক্ষার জন্য রাজ্যে মোট ১৪৪টি ল্যাবরেটরি আছে। যার মধ্যে ১৪৩ টিই ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি বা এনএবিএল-এর স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুনঃঅভিষেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটরির সংখ্যা মাত্র একটি! দ্বিতীয় স্থানে থাকা মধ্যপ্রদেশে ১০৬টি, মহারাষ্ট্রে ৩৪টি, গুজরাতে ৭৫টি। উত্তরাখণ্ডে একটিও এনএবিএল ল্যাবরেটরি নেই। মণিপুরে মাত্র তিনটি, মেঘালয়, নাগাল্যান্ডে একটি করে। মিজোরামেও এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত জল পরীক্ষাকেন্দ্র নেই। দফতরের এক আধিকারিকের কথায়, বাড়ি বাড়ি নলবাহিত জল সরবরাহ হোক কিংবা জল পরীক্ষার এনএবিএল ছাপযুক্ত ল্যাবরেটরি, কোথাও কোনও ফাঁক খুঁজে পাচ্ছে না কেন্দ্র।তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের কোনও অভিযোগই ধোপে টিকছে না।উল্টে বারবারই কেন্দ্রের প্রশংসা পাচ্ছে তৃণমূল সরকার। সম্প্রতি নবান্নে এই প্রকল্প নিয়ে ব্লক ধরে ধরে আলোচনা করেন মুখ্যসচিব। জল সরবরাহের গুণগত মান নিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ দেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রামীণ বাংলার ৬৩ লক্ষ ৪৬ হাজার ৭৭৪টি বাড়িতে নলবাহিত জলসংযোগ হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার ৩৪.৩৯ শতাংশ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জোরকদমে কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দফতর । গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল জোরকদমে পৌঁছে দিয়ে এই কাজে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। এই জল যেন পুরোপুরি পরিশ্রুত হয় সেটাও নিশ্চিত করতে রাজ্যের সমস্ত জেলায় জল পরীক্ষাগারও তৈরি হয়েছে। কোথাও কোনওরকম ফাঁক রাখেনি নবান্ন।তা আবারও একবার প্রমাণিত হল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.