জমি সম.স্যা কাটিয়ে শুরু নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণের কাজ!

0
3

মহানগরের বুকে নানা প্রান্ত একে অন্যের সঙ্গে মিলে যাচ্ছে মেট্রোর সৌজন্যে। নিউ গড়িয়া থেকে একেবারে কলকাতা এয়ারপোর্ট (New Garia to Kolkata Airport) পর্যন্ত যাতে মেট্রো (Metro) করিডর তৈরি করা যায় এই নিয়ে আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর ফলে মুকুন্দপুর কিংবা সন্তোষপুর অথবা পিয়ারলেসের দিক থেকে কম সময়ের মধ্যে সোজা এয়ারপোর্টে পৌঁছানো যাবে। এই রুটের ১৩ তম স্টেশন হল এই নবদিগন্ত স্টেশন (Nabadiganta Metro Station)। কিন্তু সেই কাজের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে কিছু সমস্যা ছিল। তাই স্টেশন নির্মাণের কাজ থমকে ছিল। অবশেষে জট কাটিয়ে ফের শুরু হতে চলেছে নির্মাণ কাজ।

নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণের জন্য শেষ পর্যন্ত জমি জট কাটাতে স্টেশনটি কিছুটা দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্য কেএমডি-এর (KMDA )কাজ থেকে নতুন করে ২৭৯১ বর্গমিটার জমি অধিগ্রহণ করা হয়। সেই সঙ্গে এই স্টেশন নির্মাণের জন্য যানজট এড়াতে বিধাননগর ট্রাফিক পুলিশও (Bidhannagar Traffic Police) ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নির্মাণকারী সংস্থা আরভিএনএল-এর (RVNL) আলোচনার ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৬টি পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে এই ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া নবদিগন্ত মেট্রো স্টেশন। যাঁর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলেই জানিয়েছে নির্মাণকারী সংস্থা।