মণিপুর কাণ্ডে পথে নামল যুব তৃণমূল, রাজ্যজুড়ে প্রতি.বাদ মিছিল

0
3

মণিপুরের ঘটনার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল করা হল। আগামিকাল শুক্রবারও একই কর্মসূচি পালন হবে জেলায় জেলায়। আবার ৩০ জুলাই, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলকাতায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা হবে। যুব তৃণমূল জানিয়েছে, বিজেপি শাসিত মণিপুরে তিন মাস ধরে যে অশান্তি চলছে তার প্রতিবাদে মিছিল।

এদিন কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এই প্রতিবাদ মিছিল পালন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য-সমর্থকরা। সম্প্রতি অগ্নিগর্ভ মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিরোধীরা ওই ভিডিও কাণ্ডের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছে। মণিপুরের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি একযোগে যখন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছে।