ঋণ খেলাপির স্ত্রীকে ধ.র্ষণ মহাজনের! গ্রেফ.তার অ.ভিযুক্ত

0
2

প্রয়োজনের তাগিদে মহাজনের (Moneylender) কাছ থেকে ঋণ নিয়েছিলেন এক যুবক। কিন্তু তাঁর ‘অপরাধ’ সময়মতো ধার শোধ করতে না পারা। এই দোষের কারণে যে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে সেটা দুঃস্বপ্নেও আঁচ করতে পারেননি মহারাষ্ট্রের পুনের (Pune , Maharashtra) দম্পতি। ঋণ পরিশোধ করতে না পারায় যুবকের সামনেই তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মহাজনের বিরুদ্ধে। বর্বরোচিত এই ঘটনায় অভিযুক্ত ঋণ দাতাকে গ্রেফতার করলো পুলিশ (Police) ।

স্বামীর ধার শোধ করতে না পারায় ‘ধর্ষিতা’ হয়ে তাঁর খেসারত দিতে হল মহিলাকে । পুলিশ জানিয়েছে, সত্য প্রকাশ্যে এলেও ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারি মাসে। ৪৭ বছরের মাঝবয়সী ঋণদাতার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন যুবক। কিন্তু তিনি সময় মতো তা ফেরত দিতে পারেননি।ধার শোধ করতে না পারায়, স্ত্রীকে তাঁর হাতে তুলে দিতে হবে বলে, দাবি করে মহাজন। এরপর, স্বামীর উপস্থিতিতেই উদ্যত ছুরির মুখে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন মহাজন। পাশাপশি, মোবাইল ফোনের ক্যামেরায় ওই অপকর্মের ভিডিয়ো রেকর্ডও করে। যা ভাইরাল হওয়ায় কার্যত বিপাকে পড়লেন অভিযুক্ত নিজেই। সেই ভিডিওর ভিত্তিতে তদন্ত করেই ধর্ষক মহাজনকে পুনে থেকে গ্রেফতার করল পুলিশ।