এবার “বিগ বস”-এর ঘরে দেবাংশু? এখানেও শুভেন্দুকে খোঁচা তৃণমূল যুবনেতার!

0
2

দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তৃণমূলের (TMC) যুবনেতা। দলের আইটি সেলের (IT Cell) দায়িত্ব তাঁর হাতে। বঙ্গ রাজনীতির তারুণ্যের জোয়ারের এক পরিচিত মুখ। যাকে এক ডাকেই সকলে চেনেন। দেবাংশুর ”সোশ্যাল মিডিয়া প্রেজেন্স’ ও জনপ্রিয়তা এককথায় অনবদ্য। হাস্যরসকে হাতিয়ার করে রাজনৈতিক বিতর্কে বিপক্ষকে ফালা ফালা করার কাজে তার জুড়ি মেলাভার। রাজনীতিকে বিনোদনের মোড়কে মুড়ে একের পর এক খেলা দেখানোয় ওস্তাদ এ রাজ্যে “খেলা হবে”র স্রষ্টা।

এবার এক অন্য খেলা খেলে দিলেন দেবাংশু। বাংলার এক জনপ্রিয় ইউটিউবার “দ্য বং গাই” (The Bong Guy) ওরফে কিরণ দত্ত একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে কিরণ লিখছেন, বাংলায় যদি ‘বিগ বস’-এর (Big Boss) তৃতীয় সিজন হয়, তাহলে দর্শকরা কাকে কাকে সেখানে দেখতে চাইবেন? তিনি সোশ্যাল মিডিয়ায় দশ জনের নাম চেয়েছেন। তিনি নিজেও বেশ কিছু নাম বেছে নিয়েছেন। কিরণের এই পোস্টে বহু মানুষ কমেন্ট সেকশনে গিয়ে, দেবাংশুর নামও মেনশন করেছেন। তাঁদের বক্তব্য তাঁরা দেবাংশুকে দেখতে চান জনপ্রিয় রিয়ালিটি শো-তে।

এদিকে, দেবাংশু নিজের নাম দেখে ময়দানে নেমে পড়েন। কিরণের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরে লেখেন, ”এতজন আমার নাম লিখেছেন দেখে আমি আপ্লুত! কিন্তু.. ৩ মাস একটা বাড়িতে বন্দি থাকলে শুভেন্দু অধিকারী হয়ে যাব এক্কেবারে! তারপর বেরিয়ে এসে যখন বলব Who is you?… ভালো লাগবে?” দেবাংশুর এই পোস্ট মুহূর্তে দাবানলের মতো ভাইরাল হয়।