বিজেপির আনা মুলতুবি প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা, জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী

0
1

বিধানসভার অধিবেশনে বৃহস্পতিবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, পঞ্চায়েত ভোটে সংঘর্ষ ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিজেপির (BJP) আনা মুলতুবি প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হবে। এর পরে তাঁর জবাবি ভাষণ দেবেন মমতা।

সভার প্রথমার্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ওই প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে দুটি বিষয় একই প্রকার তা জানিয়ে দুপুর ২টোয় এর উপরে ১ ঘণ্টা আলোচনার জন্য গ্রহণ করেন। বিরোধী দলনেতা-সহ একাধিক বিজেপি বিধায়ক ওই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর উপর জবাবি ভাষণ দেবেন।